সড়কপথের ঈদ এসে যায়
নগরপথের মোড়ে
গাঁও গেরামে ঈদ চলে যায়
সারাদেশে ঘোরে।

ঈদ এসে যায় মাঠে বিলে
পাখির ঠোঁটে পাখায়
ঈদ আসে ওই রাঙা হাতের
ছোট্টো বাবুর আঁকায়।

ঈদ এসে যায় পাগলা মোড়ে
ঈদ এসে যায় বনে,
ঈদের দিনে সুখ ধরে না
পৃথিবীটার মনে!