ঈদ এলো পূর্ণিমা দোলে এই মুখে
ঈদ এলো বাড়িঘর কাঁপতেছে সুখে।
ঈদ এলো লাল জামা মেহেদীর হাতে
ঈদ এলো কত ছবি ফুর্তিতে সাথে।
ঈদ এলো স্বস্তিতে রমজান শেষে
ঈদ এলো বাঁকা চাঁদ পশ্চিমে হেসে।
ঈদ এলো পাখি সব আনন্দে দোলে
ঈদ এলো শিশু সব আম্মুর কোলে।
ঈদ এলো সবখানে যাই দেখি প্রিয়
ঈদ এলো অনাথের খোঁজ তুমি নিও।