ঈদ এলো কোত্থেকে!
চাঁদ নাকি তারাদের ভীড় ঠেলে-
মানুষের মতো কারো বোধ থেকে?
ফুল ছুঁয়ে দুল ছুঁয়ে
খুকুমনি মেয়েটার চুল ছুঁয়ে
সাদাসাদা মেঘ আর-
মিঠেকড়া রোদ থেকে!
পাতা থেকে মাথা থেকে
টুপটুপ বৃষ্টির ছাতা থেকে
আকাশের নীচে যত
খুশি ও আমোদ থেকে!
মন থেকে বন থেকে
বাতাসের শনশন শন থেকে
কতদিন অপেক্ষা-
কষ্টের শোধ থেকে!
ঈদ এলো কোত্থেকে!
কে বেশী পারে ঘরে
কার চেয়ে পড়তে কে!