ঈদ এলো বাইরে তো ভেতরের মতো
চলে গেলো যতসব দগদগে ক্ষত।
ক্ষতটার সাথে গেলো হিংসার জ্বালা
শয়তান কোথা তুই মন থেকে পালা।
ঈদ এলো ভেতরে তো বাইরের সাথে
পারফিউম মেহেদি হাসছে রে হাতে।
পোশাকের ঝলকানি ঘাড় থেকে নীচে
রঙিনের দুনিয়াটা আজ এলো পিছে।
ঈদ এলো শয়তান দাঁত খুলে নাচে
তুলে দাঁত পুরে ফ্যাল আগুনের ছাঁচে।
ইমানের শক্তিতে ঈদ এলো হেসে
শয়তান তাই যাবে এইবারে ফেঁসে।
ঈদ এলো ভেতরের কালি যত ধুয়ে
ইমানের চারাগাছ দিয়ে বুকে রুয়ে।
রোয়া গাছ বড় হোক মানবিক হয়ে
ঈদ খুশি এইভাবে যায় যেন বয়ে।