ঈদ বলে সারাদিন ঘুরবো না মাঠে
একদিন দুইদিন থাকবো না পাঠে।
বাবা আজ সাজা দিতে ধরবে না কান
আজ শুধু ঘুরবো রে গাইবো রে গান!
ঈদ বলে সারাদিন আসবো না বাড়ি
মামাবাড়ি চড়ে যাবো টমটম গাড়ি।
দশজন মিলে এই আমাদের দল
কাদাজল মাখবো রে খেলবো রে বল!
ঈদ বলে সারাদিন হাসবো না একা
দশজন করবো কী পারলে তা ঠ্যাকা!
রাস্তায় ঘোরাঘুরি একদম অফ
বন্ধুর বাড়ি খাবো সিংগারা, চপ!