ঈদুল ভাইয়া ঈদুল ভাইয়া
আমাল দাঁত তি নাও
বিনিময়ে তোমাল মতো
চিকন দাঁত তি দাও।

বলো হয়ে গেছি বলে
দাঁত গিয়েছে পলে
আমাল দাঁত তি দিয়ে তুমি
আবাল যা'বা চলে!

ঈদুল ভাইয়া কই-
এই দেখে যাও ফোকলা দাঁতে
পলতে পালি বই!