এদেশ আমার চাঁদ-
নীটোল দিঘি নিত্য মেটায় মিষ্টি জলের স্বাদ।

স্বাদ মেটাতে কত্ত কিছু সাজিয়ে রাখে গাঁও
ঘাসের ওপর ফড়িং দোলে মাটির ওপর পাও।
অবারিত ধানের সবুজ আঁকাবাঁকা আ'ল
শিশির ঝরা সৌন্দর্যে মুচকি হাসায় গাল।

গরম এলে কাঁঠাল পাকে নানান ফলের সাথে
মিটিয়ে দেয় পুষ্টি খোরাক শরীরের সব তাতে।
বর্ষা এলে সবুজ আনে টসটসে তার রূপ
কদম, কেয়া হাসতে থাকে আমায় দেখে খুব।
রাণী হয়ে আসে শরৎ ভাসায় মেঘের ভেলা
হেমন্ততে চাষীর যেন উপচে পড়ে খেলা।
শীত এলে সব গাছের ডগা খুলে ফেলে পাতা
বসন্ততে জেগে ওঠে আবার কচি মাথা।

এদেশ আমার প্রাণ-
এদেশ ছাড়া পাবো নাকো কোথাও পরিত্রাণ!