তোমরা কেমন পরছো পোশাক
দেখলে জুড়ায় আমার চোখ
পোশাক থেকে আসছে আলো
আঁধার ছোটা চন্দ্রলোক।
তোমার দেহের গন্ধ কেমন
খুশবু, আতর, সুবাস তেল
সজ্জা তোমার দেখলে ভাবি-
সদ্যফোটা ফুলের খেল।
তোমার মায়ের আদর ছোয়ায়
চন্দ্র হাসে তোমার মুখ
হাজার খুশির মিলনমেলায়
তোমায় ঘিরে হয় উন্মুখ।
পথের শিশু খাওয়া বিনে
পথে কাঁদে আমার মন
আজকে এসব দেখে বুকে
ঈদের খুশি হয় দাফন!