ঈদ যেন কী-
মেহেদীর রঙে লাল ছবি এঁকেছি!
ছোটছোট রাতজাগা বড়বড় সুখ
ঈদ এসে বড় হলো বাড়ি এতটুক।
ঈদ যেন কী-
নতুনের মত সব জামা পেয়েছি।
রমজান হলো শেষ উঠলো যে চাঁদ
তাই আজ পুরো রাতে ঘুম বরবাদ।
ঈদ যেন কী-
বন্ধুকে একখানা শার্ট দিয়েছি।
রোজা থাকা দেহমন সাম্যের সুরে
জ্বরা-খরা, পাপ গুলো সরে যাক দূরে।