তিনবেলা পড়াশোনা একবেলা ঘুম
মনটাতো হয়ে গেছে বই ভাঁজে গুম।
গুম মনে পড়া ছাড়া শয়তানী নেই
এইভাবে মন থাকে শুধু বাড়িতেই?

বাবা যদি বইছেঁড়া দেখতেই পান
বাড়ি এসে থাপড়িয়ে ধরে দুই কান।
দুষ্টুমি করি না তো বলেছেন স্যার-
এইসব খেয়ালটা আছে কি তাঁর?