তিরিশেই মাস হয় সাতদিনে সপ্তাহ
দুষ্টুর শিরোমনি এই ছেলে সব? নাহ!
খেললেই মাঠ কাঁপে হাত কাঁপে খামছে
পুরোমাঠ চষে যেন এই ছেলে থামছে!
বারোমাস উৎপাত তার মাথা বান্দর
মাষ্টার মশা'য়ের কথা রোজ- 'কান ধর'।
কান ধরা শুনলেই দেয় ঠিক চম্পট
বেত হাতে মাষ্টার গেয়ে বলে লম্পট।