দোলে দুল দোলনা
খুকুটাকে ঝোল না!
চলে যাক কান্না,
খুকু এই আমাদের
হীরা-চুনি-পান্না।
ঘুম দাও খুকুকে
লাল টুকটুকুকে
চাঁদ আয় কপালে,
"আয় আয় চাঁদমামা"
ছড়াটাকে জপালে।
পাখি আয় ঘুমুতে
খুকুটাকে চুমুতে
দোল দুল দোলনা,
এসে দেখো খুকুমনি
করে কোনো গোল না!