কুটুস করে কেটে দিলো চিমটি
রেগে নাতি আছাড় দিলো ডিমটি।
তার থেকে এক বেরিয়ে এলো ছানা
হঠাৎ করে গজিয়ে গেলো ডানা।
উড়বে বলে যেই নিয়েছে ঝুল
দাদু তখন ফেললো ধরে চুল।
বললো তখন আমারই তো ভুল
আয় পরিয়ে দেবো সোনার দুল।
রাগ কমেনা চিমটি কাটা নাতির
এবার দাদু করতে গেলো খাতির।
ডিম ভাঙা সেই পাখি দিলো হাতে
নাতি তখন উঠলো হেসে তাতে।