যখনই স্মরণ করি তখনই স্মৃতিতে নেমে আসে
হৃদপিণ্ডের ভাঙা বর্বর গজল...
ফোটায় ফোটায় বৃষ্টি
উচ্ছল দিনের চুম্বক হয়ে গেঁথে থাকে
হারানো প্রাচূর্যের মোম
আমার কুন্তলকাটায় নেমে আসে
পাকশি উত্তেজনা
মাদুর যদি পিঠ কামড়ে ধরে
ঘুমের স্বত্ব থাকেনা
যখনই নিয়ম করি তখনই কাটা হয়
বিবাহিত বাস্তবতার
আমাকে কাটা যৌবনের ফাঁদে আটকে রাখা যাবে না
ফুলেরাও জীবন্ত মরীচিকার সাক্ষী হতে পারে
আমার পচনশীল সময়
ওদের চেয়ে কম না
আমার স্মরণ শক্তি অমায়িক
তোমার প্রখর মিথ্যাচারে আমার কলিজা
বারবার শেষ অবলম্বনে নেমে ধুকধুক করে