এক পা তুলে বক
ঘাড় কুঁজিয়ে হাঁটুজলে
কষছে নানান ছক।

ছকের ভেতর পুঁটি ধরা_
হরেক রকম মাছ,
মাছ খাবারে পেট ভরে সব
চড়বে নানান গাছ।

গাছের ভেতর গাছ
বকেরা সব দলের পাখি
মন করে যায় টাচ।