বাগান ভরে ফুলের সুবাস জ্যোৎস্না ভরে তারায়
তেপান্তরের মাঠ সোনাধান মন ছুটে যায় হারায়।
আকাশ নীলে মেঘ ভরে যায় ভেলার গাড়ি চড়ে
রোদ পাঠিয়ে সূর্য হাসে পৃথিবীটা ধরে।

সাগর ভরা বাতাস পোরা ঢেউ খেলে যায় জলে
ঝর্ণার বুকে কত্ত কথা পাহাড় নামা ঢলে।
মাছভরা সব বিলের নদী তীর বাড়িয়ে হাসে
দলছাড়া বক যায় ছুটে যায় গন্তব্যের পাশে।

শিশির ভেজা ঘাস ডগমগ পা মেড়ে যায় চাষী
পদ্মবিলে শাপলা ভরায় খুশির সে কি হাসি!
রাস্তা ভরায় দোতলা বাস রঙ-বেরঙের গাড়ি
উৎসবে গাঁও ভরে তোলে বোন-মায়েদের শাড়ি।

বাগান গানে গুণগুণ গুণ মৌমাছিরা ভরায়
দেশের টানে উদ্বেলিত মনটা আমার নড়ায়।