নেই অপরাধ পাচ্ছে তবু
শিশু নারী সাজা,
মাবুদ বাঁচাও! ফিলিস্তিনী-
প্রাণের শহর গাজা।
মানুবরূপী দানব ওরা
ফেলছে বুলেট, বোমা,
পুড়ছে শিশু-নারীর দেহ
বীভৎস কী, ও-মা!
এমন করে মানুষ মা্রিস-
শিশুকে দিস সাজা?
মানবতার ধ্বংসকারী
দূর হয়ে যা- যা যা!
রক্ত খাবি ভক্ত খাবি
যুদ্ধান্ধ চোখে,
ওই দু’চোখে মাবুদ! যেনো-
আবাবিল'রা ঢোকে।
আবাবিলে'র ঠোঁটে আসুক
বিজয়, গাজাবাসীর
বিশ্ব দেখুক ইসরাঈলরা
পাত্র বড় হাসির!