ডকলো পাখি আযান হলো
মুয়াজ্জ্বিনের তাড়া
নীল আসমান থেকে আবীর
জাগিয়ে দিলো পাড়া।
সতেজ ভোরে কোরআন হাতে
শিশু যায় মসজিদে
পবিত্র ওই পড়বে বাণী
দারুণ ওদের ক্ষিদে।
কাজ শুরু হয় আম-জনতার
অফিস, মাঠে, দিনে
জিকির দিয়ে রাখে আমার
পাখ-পাখালী ঋণে।
ঘর উঠোনে সাফ করে যায়
নামাজ পড়ে নারী
এমন করে সকাল আসে
সোনার দেশের বাড়ি।