দাদুর ছিলো দুটো পায়ের পরে আরেক লাঠি
তৃতীয় ওই পায়ের ঘায়ে কাঁপতো যেনো মাটি।
লাঠি ছিলো পা
থপর থপর থা-
এই পায়ে ভর করেই দাদু ঘুরতো পাড়া-গাঁ।
দাদুর ছিলো দৃশ্য দেখার কচকচে চার চোখ
চতুর্থ ওই চোখে দেখতো কোথায় কত লোক!
চশমা ছিলো তাই
বলতো আমার ভাই-
আয় না দুজন এই পৃথিবী ঘুরেফিরে যাই!
দাদুর ছিলো একটা বড় পুরো মাথায় টাক
তেল দিলে তা দেখায় যেন মৌমাছিদের চাক।
গড়িয়ে পড়ে তেল
ঠিক যেন কদবেল
হাত গোটালে কনুই দেখায় এলফাবেটের এল।