বাবা দিলেন বেতের লাঠি দাদুর হাতে বেশ
ভর করে সেই লাঠির ডগায় ঘুরছে সারাদেশ।
ঠক ঠকাঠক শব্দ লাঠির
জোর তাতে তাই হাঁটাহাঁটির
একটা সারাদিন
দাদু যেন লাঠি পেয়ে নাচছে তাধিন ধিন।
লাঠিছাড়া দাদুর হাঁটা-চলাফেরা কম
এই লাঠিতে দাদু এখন ছাড়ছে যেন দম
গুড়গুড়িয়ে দাদু চলেন
আর আমাকে ডেকে বলেন-
কেমন আছিস ভাই!
আয় এদিকে ও পাড়াতে সার্কাস আছে যাই।