যখনতখন বৃষ্টি কামনা করা ভুল
তরলে তরলে জীবনীতে লেখা সব গল্প
বায়ুশূন্য বরফ হয়ে যায়
বরফের কেটলিতে ওড়ে নিরানন্দ ধোঁয়া
ধোঁয়ার প্রস্রবণ আনে জটিল নীরবতা
এতকথা, ভাবাবেগ, মায়া
চুম্বনে চুম্বনে প্রেমাসক্তি
নির্জীব-জীবন্ত, দুষ্টুমিভরা ঠোঁট নড়লে
আকাশ হাসে- বাড়ে প্রেম,বাড়ে কথা অগভীর সুতোর টানে
কত যুগ-বছর প্রণয় পিপাসা মিটিয়ে
শতাব্দী কেটে যায় যেন
দেখা করার সাক্ষী আজও ঠাঁয় দাঁড়ানো
দেহে খোঁড়া গর্তের নাম মুছে যাবার উপক্রম
কারণ-শিরা-উপশিরা ফুলে গজিয়েছে পরমাণু ঠেলা কোষ
ওখানে আছে আমাদের যৌথ ছোঁয়ার চিহ্ন
মিলনের স্মৃতি
কখনও পেছন থেকে চোখ বেঁধে চোয়ালে পড়তো মিষ্টি চুম্বন

সে এক স্মৃতি
আজ
বুকের দহনে জেগে ওঠে একাকীত্বের ভাবনার দেয়াল
যখনতখন সুখ চাইলে কী তা পূণরায় ফিরে পাওয়া যায়!
বরফের কেটলীতে ওড়ে পাহাড়ের ঘাম
বুকে জমে চিনচিনে ব্যথা,
হাহাকার-