তুলতুলে সাদা হাঁস ডোবা থেকে উঠে
কী জানি কী মনে করে আসছে সে ছুটে।
আজ ভোরে মালিকের ডিম পাড়া রেখে
কেনো এলো ডোবাপথ ধরে এঁকেবেঁকে!
ডিমপাড়া হাঁস
নিয়মিত হয় সে যে মালিকের দাস।
প্রতিদিন ডিম দাও মালিকের চাপ
সুস্থ কী অসুস্থ হয়না তা মাফ।
খাও দাও ডিম দাও এক-এক দিনে
দিন তার কাটে না তো ডিম দেয়া বীনে।
ছুরিকাঁচি ভয়
ডিম দিয়ে প্রতিদিন সেই করে জয়।