কোথায় পাবো চুলকে মরি
নীরোদ ঘোষের মলম
ডাক্তার বাবু পেলোনা তার
ওষুধ লেখার কলম।
পরীক্ষা তো কম করিনি
মরি আমি চুলকে
জীবাণু তো কম দেখিনি
পেলাম না তার মূল কে।
চুলকে মরি গলগলে ঘাঁ
হাতে-পিঠে-পাছায়
চুলকে ওঠার পরে শরীর
কী পরিমাণ নাচায়!
কোথায় পাবো মলম আমি
উঠে গেলো কেশ তো
যার দেখাতে যাই, সে আরও
চুলকে মরে শেষ তো!