চড়ুই করে চড়ুইভাতি
টিয়া-শালিক সঙ্গী-সাথী
দাওয়াত পেলো সবার সাথে
তালগাছের ওই বাবুই তাঁতী।
কাক কোকিল আর শকুন বসা
খিদের চোটে করুণ দশা
কানের পাশে ঘুরছে যে এক
ডোরাকাটা এডিস মশা।
কাকাতুয়া তোতাপাখি
খুকু বলে কোথায় রাখি
দাওয়াত পেয়ে ময়না এলো
সাথে এলো মদনটাকই।
চড়ুইভাতির শুভক্ষণে
কিচিরমিচির হচ্ছে বনে
পাখপাখালির পুতুল দিয়ে
খেলছে খুকু আপন মনে।