চোর ঢুকেছে ঘরের ভেতর
বাচ্চা তোরা চুপ
আজকে চোরের চুরি করার
সাধ মেটাবো খুব।
বলল, কুকুর হাঁসের ছানা
দরজা মুখে মেল রে ডানা
কেমনে শেয়াল চুরি করে
তোদের ধরে খায়
যা বলেছি থাক ওভাবে
থাকলাম আমি বাঁয়।
চুরি করতে চোর ঢুকেছে
দরজা ঠেলে ঠিক
চোরকে ধরে বাঁধলো কুকুর
মারলো ইয়া কিক।