ছায়ায় ঘেরা মায়ার বিকেল মাঠ আমাকে টানে
মাঠ তো নয় কাচা সোনায় দুলতে থাকে কানে।
ডগার কোণে ফলের বাহার হীরে-চূণী-রূপা,
ঘাস-মটরের কুয়াশারা ভিজিয়ে দেয় দু-পা।
রাতের শরীর কালো কাপড় নেকাব ঢাকা পরী
পরীর কোলে ঝলসে উঠে জোনাক মাখে জরি।
চাঁদের হাসি দেয় বাড়িয়ে রাতের কালো থাবার
মনটা পুরো ভরে ওঠে দেখতে এ রূপ আবার।
রূপে রূপে চুপে আছে জন্মভূমির মায়া
ঘাসফুল আর প্রকৃতিতে লুকিয়ে আছে কায়া।
কায়া আমার-কৃষক-তাতীর-ছাত্র জনতার
এমন দেশটি কোথাও গেলে পাবো না তো আর।