টেবিল বলে চেয়ার
তোর করি না কেয়ার
আমিই ছাড়া তোর খোঁজটা
কেউ কি আছে নেয়ার!
তুই হলিরে নিঃস্ব
আয় হয়ে যা- শিষ্য
আমার মাথায় আয় উঠে দেখ-
দেখতে পাবি বিশ্ব-
চেয়ার বলে টেবিল
মান কতো তোর! নে' বিল-
তুই সেরা, আর অন্য সবার-
ভাবিস বড় ডেভিল!
এমন ভেবে চলিস
অন্যকে পা'য় দলিস
কথায় কথায় বলতো কেনো
অহংকারে জ্বলিস!