গল্পটা এই
ইঁদুরের সাথে আর
সখ্যতা নেই।
ছানা টাই ইঁদুরের
একটাই বাপ
বিড়ালের ছিলো খুব
তার সাথে ভাব।
একসাথে খায়
বিড়ালটি এইভাবে
তার বাড়ি যায়।
যেতে যেতে বিড়ালটি
ফন্দিটা আঁটে
আর তাই জিভ দিয়ে
গালখানা চাটে
ইঁদুরের ছানা
একদিন হয়ে যায়
বিড়ালের খানা।