বুনোব্যাঙ কুনোব্যাঙ চুনোব্যাঙ মিলে
যাচ্ছিলো সাঁতরাতে থইথই বিলে।
বুনোব্যাঙ সাঁতরায়
অতিবড় মাত্রায়
তার কাছে পারবেরে কে কোন যাত্রায়!
চুনোব্যাঙ লাফ মেরে
ছোট ছোট ধাপ মেরে
যেতে যেতে গেলো তার ওইটুকু হাঁপ মেরে!
কুনোব্যাঙ সাঁতরালো
ডুবে গিয়ে কাতরালো
জলে ডুবে কুনোব্যাঙ তলদেশে হাতড়ালো!
বুনোব্যাঙ কুনোব্যাঙ চুনোব্যাঙ তারা
দুটো ব্যাঙ রেখে গেলো কুনোব্যাঙ মারা!
বুনো চুনো সাঁতরে
সাঁতরানো জাতরে
কুনোটার আছে বলো সাঁতরানো ধাত রে!