বৃষ্টিটা আমাদের সৃষ্টির মূল
উদ্ভিদ ডগা করে তুলতুল তুল।
ঝুলে পড়ে বৃষ্টিতে কদমের ডাল
চারিদিক যেন ধোঁয়া কুয়াশার জাল।
বৃষ্টিটা পাতা ছুঁয়ে পড়ে টিপটিপ
মেঘ যেন চাঁদ হয়ে দিয়ে যায় টিপ।
খেলা করে জল পেয়ে পুকুরের মাছ
প্রাণ ফিরে পায় ডাটা, ফুলফল গাছ।
মাটি ফেটে চৌচির রোদ পেয়ে পিঠে
সেই মাঠ বৃষ্টিতে জল চিটচিটে।
জল বয় কলকল ডোবা-খাল নালায়
কুনোব্যাঙ তাই দেখে ঘর ছেড়ে পালায়।
বৃষ্টিটা প্রাণ পায় কোলাব্যাঙ ডাকে
খুশি হয় প্রকৃতিটা বৃষ্টির ফাঁকে!