বৃষ্টির ফোটা এলো জানালাতে, আষাঢ়ে
টেনে আনে মাঠে যেতে ঘর থেকে চাষারে।
দুপদুপ মেঘমালা চুপচাপ বর্ষায়
চাষী যায় কাজ করে লাঙলের ভরসায়।
অফিসার ছাতা নিয়ে ছুটে যায় অফিসে
বৃষ্টিটা করে দেয় এলোমেলো মফিসে।
বৃষ্টির ফোটা গোটা মোটামোটা চেহারা
চুয়ে পড়ে বেয়েবেয়ে আম-জাম পেয়ারা।