বৃষ্টি কেনো আমায় দেখে
ঝরঝরিয়ে কাঁদে
উঠোন-মাঠে-পথেঘাটে
বেলকনি আর ছাদে।

বৃষ্টি কেনো ছাতার শিকে
বেয়ে আসে ডাঁটি
বৃষ্টিরা খুব বাজে দেখো-
কেমন করে হাঁটি!

বৃষ্টি কেনো আমার খাতা
বইকে শুধু ভেজায়
শরৎ ছবি দেখবো কবে?
কাশের তুলো পেজায়!