বৃষ্টি এলো আষাঢ়ে
ফুটলো ব্যাঙের ভাষা রে
করলো ঘোলা জল
কদমগাছে দেখেছো!
দামাল ছেলের দল।
বৃষ্টি এলো কুটিরে
আজ সারাদিন ছুটি রে
ভিজবো সারাদিন
মায়ের ডাকে বাড়িতে
ফেরার আশা ক্ষীণ।
বৃষ্টি এলো উঠোনে
ভাতটা মুখে দু'টো নে
মায়ের সেকি তেজ
গরুছাগল গোয়ালে
মাছি তাড়ায় লেজ।