বৃষ্টি আমার মনের ভেতর সৃষ্টি করে মায়া
মায়ার পাখি ডানা মেলে স্মৃতির ফেলে ছায়া।
ছায়ার ভেতর দেখি আমি আকাশ জ্বলে তারায়
তারার ভেতর মনটা আমার বৃষ্টি হয়ে হারায়।
বৃষ্টি আমার মনের ভেতর সৃষ্টি করে ভাবা
ভাবতে ভাবতে হৃদয় হলো আগ্নে'গিরীর লাভা।
লাভার ভেতর ভাবার অনেক ছাঁই জমানো গাদা
জমাট ছাঁইয়ের ভস্ম হলো বর্ষাজলের কাদা।
বৃষ্টি আমার মনের ভেতর সৃষ্টি করে ঋতু
ঋতুর চাপে একলা ঘরে হচ্ছি যেন থিতু।
ঘরের ভেতর পরের কথা উঠছে ফেপে মনে
ইচ্ছে আমার বলতে কথা প্রিয় তোমার সনে।