বর্ষা এলেই মনে পড়ে ছেলেবেলার গান
কল্পনাতে ঢুকতে রাখো আকাশমুখো কান।।
মাঝেমাঝে গলায় ফেলো একটু করে ঢোঁক
খানিক বাদেই হবে দেখো চকচকে দুই চোখ।
বর্ষা এলেই মনে পড়ে গাঁয়ের কাদা পথ
উদোম ঘরে নানান মানুষ নানানরকম মত।
ভেজাপথে সোজা করে রাখা যে দায় ঠ্যাং
পিছলে পড়ে হয়ে যেতাম ঝাপকোলা এক ব্যাঙ।
রাতেরবেলা হালকা শীতে ডাকতো ঘুমে নাক
বাঁশের বনের পাশে থেকে আসতো কিসের ডাক।
কদম ফুলে চুয়ে চুয়ে পড়তো কোমল জল
কাটতো সাঁতার বিল-বাওড়ে দামাল ছেলের দল।
বর্ষা এলে মনে পড়ে গাঁয়ের ফাঁকা মাঠ
দীঘির মতো জল বসে তার পুঁটিমাছের হাট
সেই হাটেতে কই মাগুর আর টেংরামাছের চাপ
জেলের মনে ফুটতো ফুলের, আনন্দেতে কাঁপ।