বন্ধু হয়ে তুমি থেকো আমার পাশে
তাই দেখে যেন চাঁদ সারাখন হাসে।।
শত্রুরা বিপদেই দিয়ে যায় তালি
একা থেকে শুধু যেন দুঃখকে পালি।।
তুমি এসো ঘুরে বসো
তুলতুলে ঘাসে।।ঐ
কালোমেঘ ছেয়ে যায় আকাশের গায়ে
তাই দেখে বুনোফুল সরে যায় বায়ে।।
বন্ধু এসো তুমি সাদাফুল কাশে।।ঐ