বলতে পারো কেউ!
আমার মনে প্রশ্ন অনেক
ঢেউ খেলে যায় ঢেউ।
বলতে পারো কোথায় আছে পাখপাখালির ছা
বলতে পারো কোথায় গেলে পড়তে হবেনা।
বলতে পারো মায়ের শাসন কোথায় গেলে নেই
যখনতখন খেলতে বলবে সবাই আমাকেই।
কোথায় গেলে দেখবো পাখি দেখবো তাদের ঠোঁট
কোথায় গেলে স্যারের পড়ার থাকবে নাকো নোট।
কোথায় গেলে নেই তো মানা বলবে না কেউ কাজ
মনটা আমার দেখতে তো চায় ফুলপাখিদের সাজ।
কোথায় গেলে মামা আসার মতো লাগে সুখ
নানান রঙে কোথায় গেলে রাঙাবো এই মুখ।
বলতে পারো ইচ্ছেমত ঘুরতে পারি তাই
শুনছি বলে পড়া ছেড়ে সত্যি কী আর যাই!