দুইটা ছিলো ভুত
একটা ছিলো ভালো এবং আরেকটা বদভুত।
বদটা ছিলো বেঁটে তবে লম্বা ছিলো নাক
নাকের ভেতর অনায়াসে যেতে পারতো কাক।
কাক যেতো না যেতো শুধু ইঁদুর, ছুঁচোভুত
খেলতো তারা কানামাছি, বউচি, কুতকুত।
বদভুতটার খেলতে সেদিন হাঁচি এলো নাকে
ভেতরের ভুত বেরিয়ে এলো ঝাঁকের পরে ঝাঁকে।
ছিটকানো কেউ জোরসে গিয়ে আঘাত খেলো গাছে
দেখতে সেটা কে পেয়েছে! পুকুরজলের মাছে?
মাছ উঠেছে মাচায়
আছাড় খাওয়া ভুত তাদেরকে গিলেই খেলো কাচাই।