মেঘ ছিলো তুলতুলে ছুটছিলো আকাশে
তিনকোনা চারকোনা হয়ে যায় বাকা সে।
ছুটোছুটি করতেই পা'টা গেলো ফসকে
ফোটা হয়ে নীচে এসে টাচ করে ঘোষ কে!
নীচে নেমে মাটি বেয়ে চলে গেলো পুকুরে।
যেতেযেতে উঠোনেই দেখলো সে খুকুরে।
খুকু বসে মেঘ দেখে করে যায় লিস্টি
বাবা বলে- পাশে এসে, এই দেখো বিষ্টি!