বনের ভেতর বিশ্বকাপ
মাথায় সবার বেদম চাপ
বল ঢুকেছে জালে
এসব দেখে সিংহমামার
ঢুকলো মাছি গালে।
আর্জেন্টিনার জার্সি পরা
হরিণ প্রতিপক্ষ
ভালুক পরা হলুদ জার্সি
এই যে উপলক্ষ।
দুই দলেরই তুঙ্গে খেলা
ছাড় দেয়না কারো
গোলের সংখ্যা সমান হলো
কেউ ধারে না ধারও!