সেদিনও গোয়ালে ছিলো একরাশ ব্যস্ততা
হাতিরা ছিলো পেঁচানো শূঁড়ের মালিক
অতিথি রোবট হরিণের নাম ধরে ডাকছিলো...
আর...
পাশের বেসুরো ডাকের উল্লুকেরা নলখাগড়া চিরে
এগিয়ে আসছিলো
তখন মনটা হয়েছিলো
অযাচিত পাথুরে পর্যটক

আমার কলিজা ছিঁড়ে খাচ্ছে, লোকালয় ছেড়ে নেমে আসা এক অবাধ্য শয়তান...

এখনও পিটপিট করে চেয়ে আছে
বিনীত ভঙ্গীর দুর্বিনীত মেঘ!

আর ভাবতে থাকি—
কি করে হলো এই ফুটফুটে চেহারায় এক বিষাক্ত রূপ!