বিষ নাগিনী কালো রাত্রি তুলতে এলো বিষ
বিষ না তুলে আমার গালে ডুবিয়ে দিলো কিস।
কিসের জ্বালায় বুকের আগুন দ্বিগুণ হলো শেষে
বিষ নাগিনী বললো আমায়, পড়েই গেছো ফেঁসে!

বিষ নাগিনীর মুখ ভালো না, আর ভালো না দাঁত
সব ভালো না, তবু আমার কেড়ে নিলো রাত।
রাতের আঁধার বাঁধার মুখে রহস্য এইখানে
বিষ নাগিনী জাদুকরী! জাদুটোনা জানে।

বিষ নাগিনীর কালো রাত্রি, বাজলো বিয়ের ধুম
তার বিয়েতে আমার কেনো পালিয়ে গেলো ঘুম!
ঘুম পালালো সুখ পালালো শূন্যতার এই বুকে
মনটা আমার ভেঙেই দিলো বিষ নাগিনী ঢুকে।

খোলা বাতাস যা-না কাছে- একটা খবর দিস,
বিষ নাগিনীর মুখটা মধুর অন্তরে সব বিষ।
সে বুঝালো প্রেমের মানে সুখে বেঁচে থাকা
তবে কেনো নাগিনীর মুখ আরেক বুকে ঢাকা?