আমার এখন স্বাধীন গলা
স্বকীয়তার সুর
মুক্ত পাখির মতো উড়ি
নীল যে সমুদ্দুর।

নীলের নীচে বিলের পানি
উথাল-পাতাল মাছ
দেখতে পাচ্ছি চকচকে সব
স্বচ্ছ যেমন কাচ।

মধুর মত বাংলা এখন
বলতে পারি মুখে
চলতে পারি বীরের মতো
সাহস নিয়ে বুকে।