রক্তাক্ত মুখ!
বিড়ালের গোঁফে এখনও লেগে আছে
ইঁদুরের পশম
এদিকওদিক তাকিয়ে সে মুছে নেয়
শিকারের স্মৃতিচিহ্ন
নিরেট ধবধবে বিড়াল আদর করি-মুখে চুমু খাই
কী শান্তি! আদুরে সোনা
ওর মুখে লেগে থাকা শিকারের বিকট গন্ধ,রক্ত মুছে নেই- আমার মুখে,ঠোঁটে হাতে-শান্তি আর শান্তি!
ওখানে যাই থাকুক এখানের রূপে আমি প্রেমে পড়েছি।
বিড়ালের সব শিকার চিহ্ন এঁকে নেয় আমার মুখ
বুঝতে পারিনা- স্বচ্ছ মোলায়েম শরীর দেখে;আদরের তৃষ্ণায়।