ছোট্ট ছেলে প্রশ্ন করে মা'কে
"বিজয় কী গো?" পড়ার ফাঁকেফাঁকে!
কেমন করে বিজয় এলো
প্রতি ঘরেঘরে
দিবস এলে মানুষগুলো
কেমন জানি করে!
আতশ ফোটায়, আলতা মাখে
খেলতে নামে মাঠে
বিজয় দিবস এলে সবার
এমন কেনো কাটে!
বলতে গিয়ে মায়ের গলা ধরা
-বিজয় মানে স্বাধীনতার ছড়া!