মরণ দিও প্রভু আমার দ্বীনের পথে রেখে
গুনাহ গুলো দিও আমার পূণ্য দিয়ে ঢেকে।
আছে যত গোপন আমল তুমিই কেবল জানো
শেষ বিচারে মালিক আমার তোমার দিকে টানো।
তোমার নামে আমার জীবন হয় প্রতিদিন শুরু
ইবাদতে আমলনামা হচ্ছে মোটেও পুরু?
বাইরে তোমায় স্মরণ করি করি স্মরণ ঘরে
"প্রাণটা নিও" হায় গো মালিক শেষ সালাতের পরে।
উম্মত আমি এ গুনাহগার বন্ধু তোমার নবীর
শাফায়াতে তাকে যে চাই। আরজ আমার-গভীর।
তাঁর দেখানো পথে যেন চলতে পারি আমি
তাঁর পথেতে জীবন জাগাই তাঁর নিষেধে নামি।
মরণ দিও প্রভু আমার সত্যপথে রেখে
কপালজুড়ে দিও মালিক ইমানখানি এঁকে!