বাবার কাছে আদর নিয়ে বাদর ছিলো শুয়ে,
কাক পাখিটা ঝগড়া করে পড়লো নিচে নু'য়ে।
বসেছিলো শকুন দুটো কাক এলো ক্যান পাশে,
রাগে শকুন টুটি চেপে ঠুকরে দিলো শ্বাসে।
নালিশ দিলো টিয়ে
অভিযোগটা আজকে খাঁচার তালঝামেলা নিয়ে।
দু'দিন পরে, দু'দিন পরে ঝগড়া ওদের লাগে
সবার খাঁচায় আসতে কাকের রক্ত নাকি জাগে!
যেদিন এলো কাক
সবার ভেতর অসস্তিতে ভেংচি কাটে নাক।
খাঁচার ভেতর মাংশ দিলো ঢুকলো তখন কাক
শকুন তখন টুটি চেপে ছিড়লো মাথার টাক!
চিড়িয়াখানায় কেউ রবেনা ঝগড়া-ফ্যাসাদ করে
রাজার আদেশ এমন দোষী আনতে হবে ধরে।
সবকিছুটা শুনে রাজা পেলেন যখন টের
বংশ কাকের ধ্বংস করে, করে দিলেন বের।