বারবার মুছে যায় ছবি- তোমার।
কেন?
-জানিনা কেনো এমন হয়!

আবার দেখার তৃষ্ণায় ভুলে যাই কেবল দেখা ছবি।
প্রতিবার নতুন স্বাদ লাগে- এক ভিন্ন অনুভূতি বিরাজ করে। শিহরণ বয় ধমনীর ভাঁজে ভাঁজে।
পলক শেষ! থমকে যায় স্মৃতি; বিমূর্ত প্রকৃতির ক্যামেরায় বন্দী হয় সময়, ঘটনা।
ব্যবচ্ছেদ হয়ে যায় ছবি; তৃষ্ণায় ছটফট করি দেখার অসুখে
ফুরোয় না আবেগ, ফুরোয় না প্রেম...
বারবার ভুলে যাই ছবি- তোমার।
আবার জাগে চুমুক চুমুক তৃষ্ণা-
স্মৃতিভুলো মন
তোমাকে সবুজ করে দেখে, ফুলের মতো দেখে, আকাশের মতো দেখে, প্রাণের আপন করে দেখে, ভালোবাসে, আর গহীনে আঁকে রঙমহল— এক আকাশ থরেথরে সাজানো ছবি; ছবির পান্ডুলিপি।

কিছুক্ষণ বাদে—
তুলোর মতো ভেঙে যায় ছবির ফ্রেম
আবার জেগে ওঠে না-ছোয়া প্রেম

রহস্যময় উত্তর বাজে বাতাসের কণায় কণায়
সুন্দরের ঢেউ- অনুভূতির রন্ধ্রে থাকে তোমার ছবি

বারবার ভুলে যাওয়া ছবি
আবিষ্কার করে এক অজানা জটিল সুত্র-
হবে কি কখনও এই সুত্রের সমাধান!

কেন চায় মন- বারবার দেখতে তোমায়!