ব্যাঙের ছিলো নালিশ, তখন-
বর্ষামুখর দিন,
রইলো কেনো সেই অভিযোগ
বিচারবিহীন!

-থাকবো আমরা জলে না হয়,
থাকবে শুধু মাছ
রাজা কেনো প্রশ্ন শুনে
দেখিয়ে যাও নাচ?

রাজা তুমি মাছের দলে
শোলের ব্যটা শোল,
আমরা ব্যাঙে কী করেছি
বাজিয়ে নাও ঢোল!