ব্যাঙ চলেছে শ্বশুরবাড়ি
তাইতো আছে পকেট ভারী
ভাঁড়ে নিলো গুড়
চলছে পথে সকাল থেকে
আর যে কতদূর!
গান শোনানোর দাওয়াত পেয়ে
ব্যাঙ চলেছে গাঁয়ে
গঞ্জ-পাহাড় টপকে নদী
যাচ্ছে ডিঙি নায়ে।
শ্বশুর-শালী-শালা
গান শুনে সব পড়শী যেন
কানে লাগায় তালা!
ভাবতে ভাবতে ব্যাঙ এসেছে
শ্বশুরবাড়ির গাঁয়ে
বন থেকে এক গোখরো ছানা
ছোবল দিলো পায়ে।
ব্যাঙ হয়েছে খোঁড়া
শ্বাশুড়ী তাই কেঁদে বলে
কোথায় গেলি তোরা!